ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিরপুরে দুটি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২০, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুরে দুটি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

কুষ্টিয়া প্রতনিধি : কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া ও ধুবাইল ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শিরিনা আক্তার বানু জানান, সকাল ৮টা থেকে ২টি ইউনিয়নে ১৮টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চিথলিয়া ইউনিয়নে মোট ১১ হাজার ১৬৬ জন এবং ধুবইল ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৮৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরো জানান, নির্বাচনে ১৮টি কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে যেকোনো অপ্রিতিকর ঘটনা এড়ানোর জন্য র‌্যাব, পুলিশ ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ দল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।

 

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/২৩ মে ২০১৭/কাঞ্চন কুমার/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়