ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা

কুষ্টিয়া সংবাদদাতা: অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলে পুলিশে দিয়েছেন তার পিতা। ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাস কারাবাসের নির্দেশ দিয়ে জেল পাঠিয়েছে।

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার এই মাদকাসক্ত ছেলের নাম আশিক ইকবাল ইমন (২৫) ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিষ্ঠ হয়েই পিতা নজরুল ইসলাম বাবলু তার ছেলেকে পুলিশে দিতে বাধ্য হন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ।

ইউএনও এসএম জামাল আহমেদ জানান, পুলিশ মাদকাসক্ত ইমনকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ এর ৩৬ টেবিলের ২১ ধারায় ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এসময় মিরপুর থানার এসআই মিজানুর রহমান ও এএসআই আশরাফ আলী উপস্থিত ছিলেন।

 

 

 

রাইজিংবিডি/ কুষ্টিয়া/২৬ ফেব্রুয়ারি ২০১৯/ কাঞ্চন কুমার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়