ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ পরিদর্শক নিহত

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৫, ২০ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ পরিদর্শক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জালাল উদ্দিন মারা গেছেন।

সোমবার রাতে মধ্য পীরেরবাগের একটি বাসায় ডিবির একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। সেখানে গোলাগুলি হয়। এতে পুলিশ পরিদর্শক জাহাঙ্গীরের মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ২টার দিকে তিনি মারা যান।

রাত ১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, মধ্য পীরেরবাগের ৩ তলা একটি বাড়িতে রাত সাড়ে ১০টার পর  অভিযান চালানো হয়। কয়েকজন সন্ত্রাসী সেখানে অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হন পরিদর্শক মো. জালালউদ্দীন।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৮/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়