ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মির্জাপুরে ৫ ড্রেজার ধবংস

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২০ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মির্জাপুরে ৫ ড্রেজার  ধবংস

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ড্রেজার ধবংস করেছে। এসময় একটি ভেকু মেশিন বিকল ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে এক মাসের সাজা দেওয়া হয়েছে।

মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজগর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলার বহুরিয়া ইউনিয়নের আনাইলবাড়ি এলাকায় লৌহজং নদীতে ওই এলাকার রোমান খান ও শাহজালালসহ কয়েকজন ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের পাঁচটি ড্রেজার ধবংস, একটি ভেকু মেশিন বিকল জব্দ এবং রোমান খান ও শাহজালালকে আটক করে। এ সময় উত্তোলিত প্রায় এক লাখ সিএফসি বালু জব্দও করা হয়। পরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধে রোমান খান ও শাহজালালকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজগর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



রাইজিংবিডি/টাঙ্গাইল/২০ নভেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ