ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিয়ানমারে ঐতিহ্যবাহী হোটেল পুড়ে ছাই, নিহত ১

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারে ঐতিহ্যবাহী হোটেল পুড়ে ছাই, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বিলাসবহুল ঐতিহ্যবাহী আবাসিক হোটেল ‘কানডঙ্গি প্যালেস’ পুড়ে ছাই হয়ে গেছে।

এ দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আগুনে পুড়ে আহত হয়েছেন দুজন। স্থানীয় সময় বুধবার রাতে হোটেলে আগুন লাগে।

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানোনো হয়েছে।

ঐতিহ্যবাহী বার্মিজ শৈলীতে কাঠের তৈরি হোটেলটি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। আগুন লাগার পর তা নেভাতে কয়েক শত অগ্নিনির্বাপণকর্মীর কয়েক ঘণ্টা সময় লেগে যায়। হোটেল থেকে ১৪০ জনের বেশি অতিথিকে উদ্ধার করার দাবি করা হয়।

কীভাবে আগুন লাগে, বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা বৈদ্যুতিক তারে শর্ট-সার্কিট হওয়ার জন্য আগুনের সূত্রপাত হয়।

হোটেলের এক বিদেশি অতিথি অভিযোগ করেছেন, আগুন লাগার পর তারা অ্যালার্ম শুনতে পাননি। আগুন জ্বলতে দেখেই তারা যে যার মতো ছুটে হোটেল থেকে বেরিয়ে যান।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়