ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশ বিমান

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ৮ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশ বিমান

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ইয়াঙ্গুনে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।

বুধবার সন্ধ্যায় মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য মিয়ানমার টাইমস এ তথ্য জানিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, বিজি ০৬০ ফ্লাইটের বিমানটি ৩৩ যাত্রী নিয়ে বিকেল সাড়ে ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বিমানটির ইয়াঙ্গুনে অবতরণের কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে বিমানটি অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় বিমানের পাইলটসহ ১২ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মিয়ানমারের বিমান উড্ডয়ন সংস্থা জানিয়েছে, এস২-এজিকিউ-বোম্বারডিয়ার ড্যাশ ৮ কিউ ৪০০ মডেলের একটি বিমান দুর্ঘটনায় পড়েছে।
 


দ্য মিয়ানমার টাইমসের দেওয়া ছবিতে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ইয়াঙ্গুন বিমানবন্দরে রানওয়ের পাশে ঘাসে মুখ থুবড়ে পড়ে আছে।

মিয়ানমারের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে বোঝা যায়, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়েছে।

এদিকে, এ দুর্ঘটনার পর ইয়াঙ্গুন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/৮ মে ২০১৯/সাইফুল/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়