ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মুক্ত বুদ্ধি ও চিন্তার বিকাশ ঘটাতে হবে’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মুক্ত বুদ্ধি ও চিন্তার বিকাশ ঘটাতে হবে’

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘মাদকাসক্তি ও জঙ্গিবাদকে পরাজিত করতে না পারলে তারুণ্যের ভবিষ্যত অন্ধকার। এ অন্ধকার থেকে উত্তরণে প্রকৃত শিক্ষার আলোয় এবং সংস্কৃতির চেতনায় মুক্ত বুদ্ধি ও চিন্তার বিকাশ ঘটাতে হবে।’

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সামাজিক সংগঠন ‘উত্তরণ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘মাদক ও জঙ্গিবাদ মানুষের সুস্থ্য বিবেক ও চিন্তার সূত্রকে ছিন্ন করে দেয়, মনুষত্ব ও মানবিকতাকে ধ্বংস করে এবং সমাজের বিকাশকে রুদ্ধ করে। তাই একটি প্রগতিশীল সমাজ ও দেশ বিনির্মাণে এ দুই অপশক্তিকে পরাজিত করার শপথ নিতে হবে তরুণদের।’

সংগঠনের সভাপতি মনোজ বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ড. সমীর কুমার শীল, রফিকুল ইসলাম সুজন, মাহমুদ টোকন প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৭/আসাদ/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়