ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মুক্তিপণ চাইছে সরকার : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ২১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তিপণ চাইছে সরকার : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার খালেদা জিয়ার ওপর চাপ প্রয়োগ করে ‘মুক্তিপণ আদায় করতে’ তাকে পরিত্যক্ত কারাগারে রেখেছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

সরকার খালেদা জিয়ার জামিনে সরাসরি হস্তক্ষেপ করছে অভিযোগ করে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বন্দি করে রাখা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা সাজানো মামলায় দণ্ড দেওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশেই এগুলো হচ্ছে। সরকার যেন মুক্তিপণ আদায় করার জন্যই খালেদা জিয়াকে এক ধূলিধূসরিত স্যাঁতসেঁতে পরিত্যক্ত কারাগারে আটকে রেখেছে।’

‘খালেদা জিয়ার ওপর কোনো চাপ প্রয়োগ করে লাভ হবে না। আগামী নির্বাচনে দল নিরপেক্ষ সরকারের অধীনে খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি অংশগ্রহণ করবে’, বলেন বিএনপির এই নেতা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘একতরফা করতে’ বিএনপি নেত্রীকে নির্বাচনের বাইরে রাখার জন্যই সরকার তার ওপর চাপ প্রয়োগ করে উদ্দেশ্য বাস্তাবায়ন করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

‘উচ্চ আদালত জামিন দিলেও খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন না’ বলে আইনমন্ত্রী দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপি এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘নকলের ছাঁচে ঢালাই করা আইনি প্রক্রিয়ায় সাজা দিয়ে এখন খালেদা জিয়া যাতে জামিনে বের হতে না পারেন, সেজন্য আদালতকে শুধু প্রভাবিতই নয়, সরকার সরাসরি হস্তক্ষেপ করছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক, নিম্ন আদালতের দেওয়া সাজা রাজনৈতিক ও জামিন স্থগিতের আদেশও রাজনৈতিক। সারা দেশের জনগণ সেটিও দৃঢ়ভাবে বিশ্বাস করে। বিএনপি চেয়ারপারসনের জনপ্রিয়তাই শেখ হাসনার প্রতিহিংসার কারণ, অন্য কিছুই নয়।’

রিজভী দাবি করেন, ‘এই মুহুর্তে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৮/রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়