ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘মুক্তিপ্রাপ্ত বন্দিদের পুনর্বাসনে সুনির্দিষ্ট আইন প্রয়োজন’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ১৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মুক্তিপ্রাপ্ত বন্দিদের পুনর্বাসনে সুনির্দিষ্ট আইন প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেছেন, ‘বিচারের দীর্ঘসূত্রিতার কারণে দীর্ঘ দিন কারাগারে আটক থাকার পর মুক্তি পাওয়া বন্দিদের পুনর্বাসনের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন প্রয়োজন।’

মঙ্গলবার লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সুপ্রিম কোর্টের কনফারেন্স লাউঞ্জে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘বন্দিদের পুনর্বাসনের আইন থাকলে তাদেরকে পুনর্বাসন করা সহজ হতো।’

তিনি বলেন, ‘ক্ষতিপূরণ প্রদানের জন্য টট আইন রয়েছে। সরকারও এ ধরনের বন্দিদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে চিন্তাভাবনা করছে। কিন্তু পুনর্বাসনের জন্য সুনির্দিষ্ট আইন নেই।’

বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘বিচারের দীর্ঘসূত্রিতায় দীর্ঘ দিন আটক বন্দিদের নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর লিগ্যাল এইড কমিটি তাদের আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেয়। সেই উদ্যোগের প্রেক্ষিতেই হাইকোর্ট তাদেরকে জামিনে মুক্তি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ প্রদান করেন।’

তিনি বলেন, ‘শিপন নামের এক ব্যক্তি দেড় যুগ কারাগারে আটক ছিল। কিন্তু এই সময়ের মধ্যে তার মামলাও নিষ্পত্তি হয়নি। আমরা তাকে আদালতে হাজির করে যখন বক্তব্য গ্রহণ করলাম, তখন সে জানালো- প্রতিপক্ষরা ঘটনার পরপরই তার একটি হাত কেটে ফেলেছে এবং দীর্ঘ দিন কারাগারে বন্দি থাকার কারণে পরিবারের সদস্যরাও তার সঙ্গে যোগাযোগ রাখে না। ফলে তিনি মুক্তি পেয়ে কোথায় আশ্রয় নেবেন, সেই সম্পর্কেই তিনি কিছু বলতে পারেননি। পরবর্তীকালে আমরা তার পুনর্বাসনের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করি। এ ক্ষেত্রে আইন থাকলে বিষয়টি আরো সহজ হতো।

এ ধরনের বন্দিদের পুনর্বাসনের ক্ষেত্রে রাষ্ট্রেরও দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, ‘এ সকল বিষয় নিয়ে যত বেশি ইতিবাচক প্রতিবেদন প্রকাশিত হবে, সরকারও তাদের পুনর্বাসনে তত চাপ অনুভব করবে। এ ছাড়া এনজিওগুলোরও ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, লিগ্যাল এইড কমিটির সদস্য সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার এম মাহাবুব উদ্দিন খোকন. হাইকোর্টের রেজিস্ট্রার সৈয়দ আবু মো. দিলজার হোসেন, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব তাইতাস হিল্লোল রেমা, ল রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার, সেক্রেটারি আজিজুল ইসলাম পান্নু ও সভাপতি মাশহুদুল হকসহ ফোরামের সদস্যবৃ্ন্দ উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়