ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বরখাস্ত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ১৯ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি দলীয় প্রধানের পদ থেকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বরখাস্ত করেছে। একইসঙ্গে বরখাস্তকৃত ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাওয়াকে দলীয় প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

রোববার বিশেষ কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দলের বৈঠকে অংশ নেওয়া এক প্রতিনিধি  রয়টার্সকে বলেছেন, ‘তাকে বরখাস্ত করা হয়েছে। নানগাওয়া  এখন আমাদের নতুন নেতা।’

এদিকে বিবিসি জানিয়েছে, রোববার সেনাপ্রধানের সঙ্গে মুগাবের বৈঠক হওয়ার কথা।  তার বাসভবন থেকে একটি গাড়ির বহর বের হয়ে  যেতে দেখা গেছে।

মুগাবের পদত্যাগের দাবিতে শনিবার হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী হারারেতে তার বাসভবনের কাছে বিক্ষোভ করেছে। এসময় বিক্ষোভকারীরা সেনাবাহিনীর পক্ষে স্লোগান দেয়।

দুই সপ্তাহ আগে মুগাবে ভাইস প্রেসিডেন্ট নানগাওয়াকে সরকার ও দল থেকে বহিষ্কার করেন। মূলত স্ত্রী গ্রেস মুগাবেকে দলের ভবিষ্যত উত্তরসূরি করতেই এই পদক্ষেপ নিয়েছিলেন ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা মুগাবে।

ক্ষমতাসীন দলের অর্ন্তকোন্দলের জের ধরে গত বুধবার সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয়।

এরপরই ৯৩ বছরের মুগাবেকে গৃহবন্দি করে রাখা হয়।অব্যাহত জনঅসন্তোষের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার জানু-পিএফ পার্টি ঘোষণা দেয় তারা মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বরখাস্ত করতে যাচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ নভেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ