ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুমিনুল-ঝড়ে গাজীর চারে চার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুমিনুল-ঝড়ে গাজীর চারে চার

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়রথ ছুটছেই। বুধবার গাজী গ্রুপ ৩৫ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বরকে। গাজী গ্রুপ জিতল প্রথম চার ম্যাচেই। দোলেশ্বরের এটি চতুর্থ ম্যাচে দ্বিতীয় পরাজয়।

বিকেএসপির তিন নম্বর মাঠে ব্যাট হাতে ঝড় তোলেন গাজী গ্রুপের মুমিনুল হক। তার অনবদ্য ১৫২ রানের ইনিংসে ৩০৭ রানের বড় পুঁজি পায় গাজী গ্রুপ। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রানের বেশি করতে পারেনি প্রাইম দোলেশ্বর।

টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ রান তুলতেই দুই ওপেনারকে হারায় গাজী গ্রুপ। এনামুল হক বিজয় ৩ ও জহুরুল ইসলাম অমি ২ রানে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে জুটি বাঁধেন মুমিনুল ও নাসির হোসেন। দুজন ১৫৩ রানের জুটি গড়েন। এ সময়ে দুজনই হাফ সেঞ্চুরির স্বাদ নেন।



নাসির ৭৬ বলে ৬৪ রানে ফিরে গেলেও মুমিনুল লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন। ৫৪ বলে পঞ্চাশ ছোঁয়া মুমিনুল পরের ৫০ রান তোলেন ৩৫ বল। তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়ার পরও মুমিনুলকে থামানো যায়নি। ক্যারিয়ার সেরা ১২৯ রানের স্কোর ছাড়িয়ে যান খুব সহজেই। ১১৭ বলে দেড়শ রান পূর্ণ করেন ‘টেস্ট স্পেশালিস্ট’ খেতাব পাওয়া কক্সবাজারের এই তারকা। ইনিংসটিকে আরো বড় করার সুযোগ ছিল মুমিনুলের। কিন্তু ফরহাদ রেজার বলে তাকে হার মানতে হয় ১৫২ রানে। ৪২তম ওভারের দ্বিতীয় বলে আব্দুল মাজিদের হাতে ক্যাচ দেন ১২০ বলে ১৬ চার ও ৬ বাউন্ডারিতে ১৫২ রান করা মুমিনুল।

মুমিনুলের ফেরার সময় দলের রান ছিল ২৬৩। এরপর মেহাদী হাসানের ২২  রানে তিনশ পেরিয়ে যায় গাজী গ্রুপ। বল হাতে প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজা ৪১ রানে নেন ৪ উইকেট। ৩টি উইকেট নেন দেলোয়ার হোসেন।



জবাবে দোলেশ্বরের শুরুটাও ভালো হয়নি। ৯৮ রান তুলতেই ৫ উইকেট হারায় তারা। শফিউলের করা ইনিংসের প্রথম বলে বোল্ড হন আব্দুল মজিদ। পরের ৩ উইকেট নেন নাসির। ইমতিয়াজ হোসেন ৪২ রানে এলবিডব্লিউ হওয়ার পর শাহরিয়ার নাফীস(৩৬) ক্যাচ দেন মেহেদী হাসানের হাতে। পাঁচে নামা শরীফউল্লাহ ৬ রানে ক্যাচ দেন বদলি ফিল্ডার নাঈম ইসলাম জুনিয়রের হাতে। দলীয় ৯৮ রানে মার্শাল আইয়ুব নাসিরের থ্রোতে রানআউট হন।

ষষ্ঠ উইকেটে দোলেশ্বরের হয়ে লড়াই করেন আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি ও জাকির আলী অনিক। এ জুটিতে আসে ১০৩ রান। দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরির স্বাদ। তবে হাফ সেঞ্চুরির পর দুজনই অল্প সময়ের ব্যবধানে সাজঘরের পথ ধরেন। জাকির আলী ৫২ ও সামিউল্লাহ ৫৫ রান করেন। শেষ দিকে মোহাম্মদ এনামুলের ৩০ ও আরাফাত সানীর ২৯ রানে পরাজয়ের ব্যবধান কমায় প্রাইম দোলেশ্বর। বল হাতে গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন নাসির হোসেন।



ম্যাচসেরা নির্বাচিত হন মুমিনুল হক। ৪ ম্যাচে মুমিনুলের ব্যাট থেকে এসেছে ২২৮ রান।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়