ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুলারের মাইলফলকের ম্যাচে বায়ার্নের বড় জয়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুলারের মাইলফলকের ম্যাচে বায়ার্নের বড় জয়

টানা ষষ্ঠ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ

ক্রীড়া ডেস্ক : টানা ষষ্ঠ জয়ে বুন্দেসলিগার শীর্ষস্থান আরো মজবুত করেছে বায়ার্ন মিউনিখ। ওয়ের্ডার ব্রেমেনকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে ‘বাভারিয়ান’রা।

রোববার ঘরের মাঠে দলের বড় জয়ে দুটি করে গোল করেছেন রবার্ট লেভানডফস্কি ও থমাস মুলার। এই দুই গোলে বুন্দেসলিগায় এক শ গোলের মাইলফলক ছুঁয়েছেন মুলার।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরুতে যদিও পিছিয়ে পড়েছিল বায়ার্নই। ২৫ মিনিটে জেরোমি গনডর্ফের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে অতিথিরা।

বিরতির যাওয়ার আগে (৪১ মিনিট) বায়ার্নকে সমতায় ফেরান মুলার। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে হামেস রদ্রিগেজের কর্নার থেকে হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন লেভানডফস্কি, ২-১।

৭৪ মিনিটে অবশ্য আত্মঘাতী গোল করে বসেন বায়ার্নের জার্মান ডিফেন্ডার নিকলাস সুলে। তাতে স্কোরলাইন হয়ে যায় ২-২।

তবে দুই মিনিট পরই নিজের জোড়া গোল পূর্ণ করে বায়ার্নকে আবার এগিয়ে দেন লেভানডফস্কি। ৮৪ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন মুলারও। মুলারের এটি শততম লিগ গোল। তাতে বড় জয়ে নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে ১৯ ম্যাচে বায়ার্ন মিউনিখের পয়েন্ট হলো ৪৭। দ্বিতীয় স্থানে থাকা বায়ের লেভারকুসেনের (৩১ পয়েন্ট) সঙ্গে বায়ার্নের ব্যবধানটা বেড়ে দাঁড়াল ১৬ পয়েন্টে।



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়