ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মূল্য তালিকা না থাকায় ৫ পরিবহনকে জরিমানা

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মূল্য তালিকা না থাকায় ৫ পরিবহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় চলাচলকারী হানিফ, এস আর ট্র্যাভেলসসহ পাঁচটি পরিবহন কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি দল।

বুধবার অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার অভিযানের নেতৃত্বে  রাজধানীর মহাখালী ও কল্যাণপুর বাস টার্মিনালে অভিযান চালানো হয়। এ সময় সহকারী পরিচালক আফরোজা রহমান ও আবদুল জব্বার মন্ডল এবং অধিদপ্তরের কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করায় মহাখালী বাস টার্মিনালে এস আর ট্র্যাভেলস ও এস আই ট্র্যাভেলসকে ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কল্যাণপুর বাস কাউন্টারে শাহ ফতেহ আলী পরিবহন ও হানিফ এন্টারপ্রাইজকে একই অপরাধে ৪০ হাজার করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একজন যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্ধারিত ভাড়ার চেয়ে টিকিটের মূল্য বেশি নেওয়ায় এস আর ট্র্যাভেলসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে পাঁচটি পরিবহনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়