ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেহেন্দিগঞ্জ ঝড়ে লণ্ডভণ্ড

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেহেন্দিগঞ্জ ঝড়ে লণ্ডভণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আড়াই শত কাঁচা এবং অর্ধ-কাঁচা ঘর। উপড়ে পড়েছে বহু গাছপালা এবং বিদ্যুতের খুঁটি।

দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে বিদ্যুৎ আসার সম্ভাবনা নেই।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ওপর দিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়।

তিনি জানান, উপজেলার উপর দিয়ে প্রবল বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। দমকা বাতাসের সঙ্গে বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে উলানিয়া ও চর-একরিয়া ইউনিয়নে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ঝড়ে উত্তর ব্রাক্ষণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলফাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সুলতানী সরকারি  প্রাথমিক বিদ্যালয়, কোলচরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাতারহাট জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দাদপুর পূর্বকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে উত্তর ব্রাক্ষণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কাঠ-টিনে নির্মিত স্কুলের অবকাঠামো পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। অর্ধপাকা স্থাপনার টিনের চালা উড়ে গেছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাস জানান, ঝড়ে আলফাতুন্নেছা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উলানিয়া করনেশন মাধ্যমিক বিদ্যালয়, দাদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ফিরনির চর কওমী মাদ্রাসার স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। 

মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুতের এ জি এম পারভেজ হোসেন জানান, কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ১৩টি খুঁটি ভেঙে-উপড়ে পড়ে। গাছ পড়ে বিভিন্ন স্থানে সঞ্চালন লাইনের ক্যাবল ছিঁড়ে গেছে। এতে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত খুঁটি পুনঃস্থাপন এবং সঞ্চালন ক্যাবল পুনঃসংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে দুই/তিন দিনের বেশি সময় লেগে যেতে পারে বলে তিনি জানান।

স্থানীয় সাংবাদিক আবুল কালাম জানান, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, ঝড়ে উপজেলা বিভিন্ন স্থানে অন্তত আড়াই শত কাঁচা এবং অর্ধপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছপালা। সড়কে গাছ পড়েছে। স্থানীয়রা রাস্তা থেকে গাছ সরিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা সচল করে। 

ক্ষয়ক্ষতি নিরূপণ করে জেলা প্রশাসনে জমা দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝড়ে সম্পদ-মালের ব্যাপক ক্ষতি হলেও হতাহত হয়নি বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. আক্তারুজ্জামান।




রাইজিংবিডি/বরিশাল/১৯ এপ্রিল ২০১৮/জে.খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়