ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মোবাইল ফোন আনতে ব্যাগেজ রুলে বাড়তি সুবিধা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোবাইল ফোন আনতে ব্যাগেজ রুলে বাড়তি সুবিধা

নিজস্ব প্রতিবেদক : বিদেশ থেকে মোবাইল ফোন আনার ক্ষেত্রে যাত্রীদের বাড়তি সুবিধা দিতে ব্যাগেজ রুল সংশোধন করা হয়েছে।

সংশোধিত ব্যাগেজ রুল অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ছাড়পত্র ছাড়া একজন যাত্রীকে সর্বোচ্চ আটটি মোবাইল ফোন দেশে আনার সুবিধা দেওয়া হয়েছে। বর্তমানে একজন যাত্রী সর্বোচ্চ পাঁচটি মোবাইল ফোন আনার সুবিধা পান।

বিটিআরসি ও শুল্ক বিভাগের ঊর্ধ্বতন সূত্র রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছে।

বিটিআরসি সূত্রে জানা যায়, একজন যাত্রী বিটিআরসির ছাড়পত্র ছাড়া আটটি মোবাইল ফোন বিদেশ থেকে আনতে পারবেন। দুটি শুল্ক ছাড়া আনতে পারবেন। বাকিগুলোতে যথাযথ আইন মেনে শুল্ক দিতে হবে। তবে আটটির বেশি আনলে বিটিআরসির অনুমোদন ও অন্যান্য কাস্টমস বিধান প্রযোজ্য হবে।

বিটিআরসি থেকে শুল্ক কর্তৃপক্ষ বরাবর এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। ওই আদেশ ১ জানুয়ারি ২০১৮ থেকে কার্যকর হবে।

২০১৬ সালের ব্যাগেজ রুল অনুসারে, একজন যাত্রী দুটি মোবাইল ফোন শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। তবে তিন থেকে পাঁচটি পর্যন্ত শুল্ক-করাদি (প্রায় ৩৫%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটককৃত মোবাইল ফোন বিটিআরসি  দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়