ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুজনকে কারাদণ্ড

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ২৯ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুজনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মেয়াদোত্তীর্ণ নুডুলস ও শিশু খাদ্য বিক্রির দায়ে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন র‌্যারের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- জাকির হোসেন (২৫) এবং জাহাঙ্গীর আলম (৩৯)।

সোমবার মহাখালীর সাততলা বস্তির মসজিদ মার্কেটে অভিযান চালানো হয়। র‌্যাব-১ এর সহযোগিতায় আদালত পরিচালনা করেন র‌্যাবের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

সারোয়ার আলম জানান, রমজানে ভেজাল খাদ্য প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে মহাখালীর সাততলা বস্তির মসজিদ মার্কেটে এ অভিযান চালানো হয়। এতে মেয়াদোত্তীর্ণ নুডুলস ও শিশু খাদ্যে নতুন স্টিকার লাগিয়ে বিক্রির বিষয়টি ধরা পড়লে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়