ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘মেয়ে বলে কাউকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না’

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মেয়ে বলে কাউকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না’

ছাইফুল ইসলাম মাছুম: ৮ মার্চ বিশ্ব নারী দিবস। প্রতি বছর বিশ্বব্যাপী নানা আয়োজনে এই দিনটি উদযাপন করা হয়। সমঅধিকার নিশ্চিত করতে নারী দিবস নারীদের জীবনে কতটা ভূমিকা রাখছে? নারী দিবস নিয়ে কী ভাবছেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণীরা জানতে আমরা কথা বলেছি সাকিয়া হকের সঙ্গে।

সাকিয়া ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি করছেন। তিনিই প্রথম বাংলাদেশের নারীদের জন্য ভ্রমণ বিষয়ক সংগঠন ‘ট্রাভেলেটস অব বাংলাদেশ’ গড়ে তুলেছেন। নারী দিবস উপলক্ষে সাকিয়া হক বলেন, ‘স্বপ্ন দেখি, নারীরা একদিন তাদের অধিকার বুঝে নেবে। স্বাধীনতার মর্ম উপলব্ধি করবে। চার দেয়ালে বন্দি না থেকে বাইরের জগতটা দেখতে হবে। হয়তো বা একদিন সমাজ বা পরিবার আর বলবে না- তুমি মেয়ে, এত বাইরে যাওয়া কিসের? হয়তো বা মেয়ে বলেই কাউকে নিরাপত্তার অভাবে পড়তে হবে না। পুরুষরাও বুঝতে শুরু করবে নারীরা তাদের সঙ্গে সমান তালে চলতে পারে। তাদেরও সকল ইচ্ছা পূরণের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আছে। আর নারীরাও তাদের অধিকার সচেতন হবে, স্বাস্থ্য সচেতন হবে, আত্মরক্ষার কৌশল রপ্ত করবে, দেশের উন্নয়নে সকল নারী একযোগে অবদান রাখবে এটাই চাই।’



রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৮/ফিরোজ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়