ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মোবাইলে কথা বলতে যেয়ে ট্রেনে কাটা পড়লো তরুণী

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ২০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোবাইলে কথা বলতে যেয়ে ট্রেনে কাটা পড়লো তরুণী

নিজস্ব প্রতিবেদক, যশোর : রেললাইনে মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সানজিদা সেতু টুম্পা (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। যশোর শহরের পালবাড়ি মোড়ের বাঙালিপাড়ায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

নিহত টুম্পা যশোর শহরের চোরমারা দীঘিরপাড়া এলাকায় গ্রিনলাইন পরিবহনের চালক সিরাজুল ইসলাম বাবুর মেয়ে। তিনি যশোর সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজন রফিকুল ইসলাম জানান, টুম্পা ও তার মা প্রতিদিন ভোরে হাঁটতে বের হতেন। বৃহস্পতিবার তার মা বের না হলেও টুম্পা হাঁটতে বের হন। সকাল ৭টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় পালবাড়ি বাঙালিপাড়ায় খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যশোর জিআরপি ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, টুম্পা মোবাইল ফোনে কথা বলতে বলতে হাটঁছিলেন। এসময় ট্রেনের ধাক্কায় তিনি পড়ে যান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


রাইজিংবিডি/যশোর/২০ জুন ২০১৯/বিএম ফারুক/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়