ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মোরাতার ৭৫ মিলিয়নের চুক্তি গুজব : পেরেজ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ২০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোরাতার ৭৫ মিলিয়নের চুক্তি গুজব : পেরেজ

ক্রীড়া ডেস্ক : দলবদলের বাজার শুরুর পরই আলভারো মোরাতার ক্লাব ছাড়া নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন উঠে।

রিয়াল মাদ্রিদ থেকে বড় অঙ্কের ট্রান্সফারেই স্প্যানিশ এ তারকা ম্যানচেস্টার ইউনাউটেডে যাচ্ছেন বলে ইংলিশ গনমাধ্যমগুলো জানায়। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয় মোরাতাকে পেতে রিয়ালের সঙ্গে ৭৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে নাকি একমত হয়েছে ম্যানইউ। তবে এমন গুজবকে অস্বীকার করলেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। মোরাতার জন্য ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি এমন কোনো চুক্তির প্রস্তাব দেননি বলে জানান তিনি।

রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা শিরোপা জেতাতে ভূমিকা রাখেন মোরাতা। জিনেদিন জিদানের ১৪ সদস্যের দলে তিনি বেশ গুরুত্বপূর্ণ একজন। মোরাতার সাম্প্রতিক চুক্তির গুজব নিয়ে রিয়াল প্রেসিডেন্ট পেরেজ বলেন, ‘আমি মনে করি না সে মোটেও ক্লাব ছাড়ছে। কেউ চায় না মোরাতা ক্লাব ছাড়ুক। আমি তার সঙ্গে কিংবা তার বাবার সঙ্গে কথা বলিনি। আমরা বেশ সুখি আছি। একটি প্রতিবেদনে জানলাম তার জন্য নাকি আমাদের সঙ্গে ৭৫ মিলিয়নের একটি চুক্তি হয়েছে। এমন কিছুই হয়নি।’

মোরাতার সঙ্গে কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজের ক্লাব ছাড়ার গুঞ্জনও উড়িয়ে দিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘জেমস সহ বাকিদের নিয়ে চালিয়ে না যাওয়ার কোনো কারন দেখছি না আমি। জেমস মাদ্রিদের একজন খেলোয়াড়। তাকে নিয়ে কেউ কিছু বলেনি। আমরা জেমসকে নিয়ে সন্তুষ্ট।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়