ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মোরেলগঞ্জে ভাবি খুন, দেবর আটক

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোরেলগঞ্জে ভাবি খুন, দেবর আটক

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দেবরের হাতে কমলা বেগম (৪২) নামে এক গৃহবধূ খুন হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার শনিরজোড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কমলা বেগম ওই গ্রামের খলিল তালুকদারের স্ত্রী।

এ ঘটনায় খলিল তালুকদারের ছোট ভাই তালুকদার রফিকুল ইসলাম মন্টুকে (৩৫) আটক করেছে পুলিশ।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম বলেন, পৈত্রিক জমি নিয়ে শনিরজোড় গ্রামে প্রয়াত রাজ্জাক তালুকদারের ৫ ছেলের মধ্যে বিরোধ ছিল। বাড়ির পাশের এমন একটি বিরোধপূর্ণ জমিতে বুধবার সকালে মাছ চাষের ঘেরের আইল (সীমানা) ঠিক করতে মাটি কাটছিল রফিকুল ইসলাম। বেলা পৌনে ১১টার দিকে বড় ভাই খলিল তালুকদার এসে রফিকুলকে মাটি কাটতে বাধা দেয়। এতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে বড় ভাইয়ের স্ত্রী কমলা বেগম তাদের থামাতে সেখানে যান।

এ সময় উত্তেজিত রফিকুল ইসলাম তার হাতে থাকা মাটি কাটার খোন্তা দিয়ে বড় ভাই ও ভাবি কমলা বেগমকে আঘাত করে। এতে কমলা বেগমের মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক কমলা বেগমকে মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মুফতি কামাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়েছে।

ওসি রাশেদুল আলম জানান, ঘটনার পর রফিকুল ইসলাম পালিয়ে যাওয়ার সময় রামপালের মল্লিকবেড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করেছে।



রাইজিংবিডি/বাগেরহাট/৮ মার্চ ২০১৭/আলী আকবর টুটুল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়