ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মোশাররফ রুবেলকে চমকে দিলেন স্ত্রী রূপা

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোশাররফ রুবেলকে চমকে দিলেন স্ত্রী রূপা

আব্দুল্লাহ এম রুবেল : ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগে প্রথম স্তরে চতুর্থ রাউন্ডের ম্যাচে খুলনায় বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ। ম্যাচের দ্বিতীয় দিনশেষে ঢাকার ২৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে বরিশাল বিভাগ ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করেছে। বরিশালকে চাপে ফেলতে সামনে থেকে ভূমিকা রেখেছেন মোশাররফ হোসেন রুবেল। ম্যাচে এখনও পর্যন্ত দুই উইকেট নিয়েছেন তিনি।

তবে এদিন মোশাররফ রুবেলের জন্য এ প্রাপ্তি বাদে আরও কিছু অপেক্ষা করছিল। ঢাকার এই অলরাউন্ডারের জন্মদিন আজ। ম্যাচশেষে ড্রেসিং রুমেই তার জন্মদিন উদযাপন করলো সতীর্থরা। তার জন্য আরও বড় সারপ্রাইজ গিফট ছিল তাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ঢাকা থেকে ছুটে গিয়েছেন তার স্ত্রী চৈতী ফারহানা রূপা। ম্যাচে জয় দিয়ে তার জন্মদিন উদযাপনটাও আরও রাঙাতে চান মোশাররফ রুবেল। শনিবার দিনের খেলা শেষে রাইজিংবিডির সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ড্রেসিং রুমের বারান্দায় গিয়েই দেখতে পান স্ত্রী রূপাকে। অন্য টিমমেটরা জানলেও মোশাররফ রুবেল জানতেন না। বলেন, আমার জন্য অবশ্যই এটা অনেক বড় বিস্ময়ের ছিল। আমার স্ত্রী ঢাকা থেকে এসেছে আমাকে উইশ করতে। টিমমেটরা সবাই মিলে এ উদযাপনটা করলেও বুদ্ধিটা তার স্ত্রীরই ছিল। সবাই খুব খুশি হয়েছে। আর আমি তো অবশ্যই খুব হ্যাপি।’



টিমমেটরা আর স্ত্রী মিলে তাকে সারপ্রাইজ দিলেও তার চিন্তায় এখনও ম্যাচ। বলেন, এ ধরনের আয়োজনে খুব ভালো লাগছে। তবে আরও ভালো লাগবে ম্যাচটা জেতার পর। ম্যাচের অবস্থা নিয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত ম্যাচের যে অবস্থা তাতে আমাদের নিয়ন্ত্রণেই আছে। ওদের সোহাগ গাজী ভালো ব্যাট করেছে। তবে আমরাও ওদের ৬টি উইকেট নিয়ে নিয়েছি। এখন কাল যত দ্রুত সম্ভব ওদের বাকি ৪টি উইকেট নিয়ে বড় একটা টার্গেট দাঁড় করাতে চাই। এ ম্যাচ এখনও আমাদের পক্ষে, জেতা সম্ভব।’

এই ম্যাচ জয়ের জন্য মোশাররফ রুবেলকেই আরও দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন তিনি, কাল ওদের দ্রুত অলআউট করতে হবে। এ জন্য আমি চেষ্টা করব আমার কন্ট্রিবিউটে যেন আরও বেশি হয়। তাহলে আরও ভালো লাগবে।’

শুধু এই ম্যাচই না, মোশরাররফ রুবেলের চিন্তায় পুরো টুর্নামেন্ট। যদিও খুলনার চেয়ে পয়েন্ট তালিকায় বেশ পিছিয়ে। তবে শিরোপার লক্ষ্য থেকে সরে আসছেন না তিনি। বলেন, এবারের যে পয়েন্ট সিস্টেম, তাতে জয়ের কোন বিকল্প নেই। ড্র করলে আপনি যত ভালোই খেলেন মাত্র ২ পয়েন্টের বেশি পাবেন না। আর জিতলে ৮ পয়েন্ট। অবশ্যই এই টুর্নামেন্টে জয়টা খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে টিকে থাকার জন্য বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা চেষ্টা করব ম্যাচটা যাতে বের করতে পারি। পরবর্তীতে আরও দুইটা ম্যাচ থাকবে, সেখান থেকে একটা ম্যাচ জিতলে হয়তো বা আমাদের চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ থাকবে।’




রাইজিংবিডি/খুলনা/৭ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়