ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মোস্তাকের আরো টাকার সন্ধান নেওয়া হবে’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মোস্তাকের আরো টাকার সন্ধান নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক : মোস্তাক খাঁ। তুরস্ক-বাংলাদেশে যার অবাধ যাতায়াত। এ সুযোগে সে জঙ্গিদের অর্থায়ন করে আসছে। মোস্তাক নিজেও একজন শীর্ষ জঙ্গি। এমনটিই দাবি করছেন পুলিশের অপরাধ বিভাগের (সিআইডি) কর্মকর্তারা।

মঙ্গলবার মালিবাগের সিআইডি কার্যালয়ে মোস্তাককে হাজির করে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘মোস্তাক খাঁর বিরুদ্ধে কয়েকটি মানিলন্ডারিং আইনে মামলা আছে। তিনি তুরস্কে অবস্থান করে সেখানে জঙ্গিদের কাছে অর্থ সরবরাহ করেন। বাংলাদেশ থেকেও তিনি অর্থ জঙ্গিদের কাছে পৌঁছে দিতেন। তিনি কি পরিমাণ টাকা জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন করেছেন তার তদন্ত করতে বাংলাদেশ ব্যাংক থেকে সন্দেহভাজন কয়েকটি লেনদেনের হিসাব চাওয়া হয়েছে। মোস্তাক উগ্র মৌলবাদে বিশ্বাসী। তিনি জঙ্গিদের অর্থ সরবরাহের পাশাপাশি জঙ্গি সংগ্রহ করতেন বলেও তথ্য আছে। যার তদন্ত শুরু হয়েছে।’

সিআইডি কর্মকর্তা বলেন, ‘মোস্তাকের নাম অনেক আগেই আসে। কিন্তু তিনি পালিয়ে ছিলেন। এ জঙ্গিকে ধরতে সরকারের সবগুলো সংস্থা কাজ করছিল। তাকে রিমান্ডে নিয়ে এরকম জঙ্গিকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হবে। আর্থিক দুর্বলতা জঙ্গিবাদ নির্মূলে বিশেষ সহায়তা করবে।’

এর আগে সোমবার গভীর রাতে হবিগঞ্জ সদর থানার বাসায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় মোস্তাককে। এ সময় তার কাছ থেকে দুই কোটি টাকা উদ্ধার করা হয়।

আরো পড়ুন : জঙ্গি অর্থায়নের অন্যতম ‘হোতা’ গ্রেপ্তার



 

রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৭/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ