ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় খুলনা

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ১৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় খুলনা

আব্দুল্লাহ এম রুবেল : ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগ মাঠে গড়ানোর অপেক্ষায়। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টায়ার ওয়ানে আব্দুর রাজ্জাকের খুলনা বিভাগ মুখোমুখি হবে গতবছর টায়ার টু থেকে ওয়ানে উঠে আসা রংপুর বিভাগের।

এবারও শক্তিশালি দল গঠন করেছে খুলনা বিভাগ। তবে দলের অধিনায়ক আব্দুর রাজ্জাক এখনই শিরোপার কথা ভাবছেন না, ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার পরিকল্পনা তার। আর দলের সাথে মাশরাফি যোগ দেওয়াকে বাড়তি পাওনা বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, খুলনা বিভাগ এমনিতেই সব সময় শক্তিশালি দল। দলের সাথে মাশরাফির মতো সিনিয়র খেলোয়াড় যোগ দেওয়ায় এটি বাড়তি অনুপ্রেরণা যোগাবে। দলের সিনিয়র ক্রিকেকাররটা বাড়তি অনুপ্রেরণা তো পাবেই সেই সাথে নতুন খেলোয়াড়রাও তার সাথে ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতা পাবে। এটি তাদের জন্য ভালো। আর খুলনা টিম শক্তির দিক থেকেও আরও অনেকটা এগিয়ে যাবে।’

এবার খুলনা কেমন দল গঠন করেছে জানতে চাইলে রাজ্জাক বলেন, খুলনা সব সময়ই সেরা দল। এটাই খুলনার জন্য এডভান্টেজ। এজন্য অনেক সময় ভালো পারফর্ম করা খেলোয়াড়দেরও বসিয়ে রাখতে হয়, কাকে রেখে কাকে খেলাবো এমন সমস্যায় পড়তে হয়। সব মিলিয়ে এবারও আমাদের দলটা সেরা।’

তাহলে কি এবারও খুলনার লক্ষ্য শিরোপা, পুরোপুরি একমত হলেন না রাজ্জাক, বলেন, এখনও লিগ শুরু হয়নি। লক্ষ্য এখনই কি ঠিক করবো? তবে আমাদের এখন লক্ষ্য সামনের ম্যাচ। এ ম্যাচে আমরা জিততে চাই। এরপর পরের ম্যাচের কথা ভাববো। প্রতিটি ম্যাচেই এভাবে লক্ষ্য ঠিক করলে আল্টিমেটলি টুর্নামেন্ট শেষে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো।’

টুর্নামেন্টে ভালো করার পাশাপাশি ব্যাক্তিগতভাবেও ভালো করার ইচ্ছা রাজ্জাকের। তবে এখানেও সেরকমভাবে লক্ষ্য স্থির করেননি খুলনার অধিনায়ক, দলের জন্য যে কোন কিছু করতে পারাটাই আমার লক্ষ্য। যেটা দলের উপকারে আসুক, হতে পারে সেটা এক রান কিংবা এক উইকেট। আমি যেটা করবো সেটা যেন দলের উপকারে আসে সেটাই চেষ্টা করবো।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়