ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহ সিটিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহ সিটিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর চলছে ভোট গণনা।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনাপ্রতিদ্বন্দ্বিতা মেয়র নির্বাচিত হওয়ার কারণে শুধু কাউন্সিলর পদে নির্বাচন হয়।

৩৩টি ওয়ার্ডে ১২৭টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ইভিএম প্রদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। ভোটাররা সকাল থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে  ভোট দেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোটাররা র্নিবিগ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন।



রাইজিংবিডি/ময়মনসিংহ/৫ মে ২০১৯/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ