ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ময়মনসিংহে চাঞ্চল্যকর হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ১৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে চাঞ্চল্যকর হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরাজের মা হত্যার ঘটনায় দুইজনের মৃত্যুদণ্ড, দুইজনের তিন বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ঈশ্বরগঞ্জের মাইজবাগের মো. আবুল কাসেম ও মো. হেলিম।  তিন বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- খোকন মিয়া ও আব্দুল আজিজ।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. এহসানুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশীদের সাথে চলা দীর্ঘদিনের জমি বিরোধে ২০০৩ সালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মাইজবাগের বড়জোড় গ্রামে মরাজের মাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ব্যাপারে ৩৩ জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মৃতের ছেলে আব্দুল সালাম মামলা করলে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  পরে দুইজন খালাস ও সময়ের বিবর্তনে আরো দুইজন মৃত্যুবরণ করেন।

দীর্ঘসূত্রিতার পর আদালতে ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার বিচারক আদালতে হাজির ২৯ জন আসামির মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড, দুইজনের তিন বছর কারাদণ্ড ও অর্থদণ্ড এবং বাকিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাসের আদেশ দেন।

আসামি পক্ষে আইনজীবী বিশ্বনাথ পাল, রাষ্ট্র ও বাদী পক্ষে আইনজীবী আবুল হাসেম মামলাটি পরিচালনা করেন।

 

 

রাইজিংবিডি/ময়মনসিংহ/১৮ এপ্রিল ২০১৯/শেখ মহিউদ্দিন আহাম্মদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়