ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ময়মনসিংহে ট্রেনের ছাদে গাছ পড়ে আহত ১৫

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে ট্রেনের ছাদে গাছ পড়ে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রেনের ছাদে গাছ পড়লে ছাদ থেকে পড়ে গিয়ে ১৫ যাত্রী আহত হয়েছেন।

এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ফরাজি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বাকৃবি স্টেশন পার হচ্ছিল। এ সময় ট্রেনের ছাদে একটি গাছ এসে পড়লে ছাদে থাকা যাত্রীরা গাছের সঙ্গে ধাক্কা খায়। গাছের ধাক্কায় ১৫ যাত্রী নিচে পড়ে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করেছেন। আহতদের কেউ হাত, কেউ পা ও কেউ মাথায় আঘাত পেয়েছেন।

ওসি বলেন, গত কয়েক দিনের বৃষ্টি ও ঝড়ে গাছের গোড়া দুর্বল হয়ে চলন্ত ট্রেনের ওপর গাছ পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়মনমসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ফরহাদ হোসেন জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।




রাইজিংবিডি/ময়মনসিংহ/২৫ এপ্রিল ২০১৭/শেখ মহিউদ্দিন আহাম্মদ/এসএন  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়