ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২৮ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : নির্বাচনের আর এক দিন বাকি। শীত উপেক্ষা করে প্রার্থীরা নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচার শেষ করেছেন। ইতিমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।

প্রতিটি নির্বাচনী আসনে প্রার্থীদের প্রচার ছিল উৎসবমুখর। সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তারক্ষায় নিয়মিত বাহিনীর পাশাপাশি সোমবার থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে সামরিক বাহিনীর সদস্যরা। ভোট গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

আজ শুক্রবার সকাল ৮টার পর থেকে প্রচার শেষ হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, প্রচার শেষ হওয়ার পর জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। 

ময়মনসিংহের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, জেলার প্রতিটি আসনে আইনশৃঙ্খলনা বাহিনীর পাশাপাশি টহলের জন্য পুলিশের চারটি টিম, র‌্যাবের দুটি টিম, বিজিবির দুটি টিম, সেনাবাহিনীর দুটি টিমসহ মোট ১০টি টিম দায়িত্ব পালন করছে। কেবল ময়মনসিংহ সদর উপজেলায় সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চারটি টিম মোতায়েন থাকবে। ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ময়মনসিংহ জেলার ১১টি নির্বাচনী আসনে প্রার্থীর সংখ্যা ৫৬ জন। জেলায় ভোটার ৩৫ লাখ ৫১ হাজার ৮৩২ জন। জেলার ১১টি আসনে ১ হাজার ৩২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বমোট ভোট কক্ষের সংখ্যা ৬ হাজার ৯৮৬টি।



রাইজিংবিডি/ময়মনসিংহ/২৮ ডিসেম্বর ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়