ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫২, ১৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিকেদক, ময়মনসিংহ : ময়মনসিংহে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মোহাম্মদ শরীফ নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল খেকে পুলিশ ১০০ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে।

নিহত শরীফের বাড়ি শহরের কৃষ্টপুরের দৌলতমুন্সি রোডে।

ডিবি পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে ডিবির দুটি টিম কোতোয়ালি থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানোর সময় কালীবাড়ী বাইলেন ব্যারিস্টার সাঈদ আব্দুল্লাহ আল মামুন খানের বাড়ীর সামনে পৌঁছলে অজ্ঞাতনামা ৫/৬ জন মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে অতর্কিত আক্রমণ করে। এতে দুই পুলিশ আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে শরীফ নামের এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় আহত মাদক ব্যবসায়ীর পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আহত মাদক ব্যবসায়ীকে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।

আহত পুলিশ সদস্য শামীম ও সেলিমকে চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহতের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকসহ সাতটি মামলা রয়েছে।




রাইজিংবিডি/ময়মনসিংহ/১৪ অক্টোবর ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়