ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহে মুক্তিযোদ্ধা-জনতার বিজয় র‌্যালি

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ১০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে মুক্তিযোদ্ধা-জনতার বিজয় র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আজ সোমবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্ত দিবস উদযাপন কমিটির আয়োজনে মুক্তিযোদ্ধা-জনতার বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে র‌্যালির উদ্বোধন করেন ময়মনসিংহ’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ।

ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ দলীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।

র‌্যালিটি ছোটবাজার মুক্তমঞ্চ হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ছোট বাজারে এসে শেষ হয়। আজ বিকালে ছোট বাজার মুক্ত মঞ্চে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয়েছিল ময়মনসিংহ। মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা শম্ভুগঞ্জ থেকে ব্রহ্মপুত্র নদ পার হয়ে দলে দলে সার্কিট হাউজ মাঠে জমায়েত হতে থাকে। অবরুদ্ধ শহরবাসী এ খবর পেয়ে আনন্দ উল্লাসে রাস্তায় নেমে আসে।



রাইজিংবিডি/ ময়মনসিংহ/১০ ডিসেম্বর ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়