ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ১৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : মামার সম্পত্তির ভাগ-বাটোয়ারা বিরোধে মামাতো ভাই মারুফ হত্যাকাণ্ডের মামলায় ফুপাতো ভাই রাকিবুল ইসলাম রাকিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন ময়মনসিংহের দায়রা জজ আদালত।

সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাকিবুল মুক্তাগাছা উপজেলার পাইক শিমুল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। একই মামলায় অপর দুই আসামি রাকিবুলের বাবা আব্দুর রাজ্জাক ও ভাই রেজাউল করিমকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০১৩ সালের ১৯ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মাহবুবুর রহমান মারুফকে গলা কেটে হত্যা করে লাশ গুম করা হয়। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী ফিসারিতে প্লাস্টিকের বস্তায় ঢাকা অবস্থায় মারুফের গলাকাটা লাশ পাওয়া যায়। ঘটনার পরদিন নিহতের মা মাজেদা খাতুন তিনজনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি মো. ওয়াজেদুল ইসলাম, আসামিপক্ষে আইনজীবী ছিলেন বেগম সুলতানা হোসেন জাহান।



রাইজিংবিডি/ময়মনসিংহ/১৩ মে ২০১৯/শেখ মহিউদ্দিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ