ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ময়মনসিংহে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর আব্দুল বারেক হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম মেহেরুন্নেসা এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নজরুল ইসলাম (৪৮), তার ছেলে মো. মোজাম্মেল হক (২২), মো. সাইদুল ইসলাম (৪৫) ও শামসুল হক (২৫)।

ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওয়াজেশ আলী মিয়া জানান, ২০০৮ সালের ১৪ মে ঈশ্বরগঞ্জ উপজেলার বারই গ্রামে হোসেন আলীর ধানখেতে বারেককে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় বারেকের ছেলে সোপাইল বাদী হয়ে ঘটনার পরদিন চারজনের নামে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৯ বছর পর আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।



রাইজিংবিডি/ময়মনসিংহ/২৭ জুলাই ২০১৭/শেখ মহিউদ্দিন আহাম্মদ/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়