ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ময়মনসিংহে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ১০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনার সিএনজি অটোরিকশা চালক শফিকুল হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভালুকা সদরের আবিদুল হালিম মাস্টারের ছেলে জিয়াউল হাসান শান্ত (৩৫), ছোট কাশর এলাকার আফাজ উদ্দিনের ছেলে ইসমাইল (২৭) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার সিরাজউদ্দিনের ছেলে সুরুজ মিয়া (৩৩)।

আজ রোববার দুপুরে অতিরিক্ত দায়রা ১ম আদালতের বিজ্ঞ বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ মার্চ গাজীপুর থেকে সিএনজি অটোরিকশা ভাড়া নেয় আসামিরা। সময় ও সুযোগ পেয়ে ভালুকার জামিরদিয়া বিলাইজুরা খালপাড় জঙ্গলে আসামিরা তার পেচিয়ে চালক শফিকুল ইসলামকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

পরে ১৪ মার্চ নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন ও আসামি পক্ষে অ্যাডভোকেট বিশ্বনাথ পাল মামলা পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত জিয়াউল হাসান শান্ত ও ইসমাইল আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি সুরুজ মিয়া পলাতক।



রাইজিংবিডি/ময়মনসিংহ/১০ মার্চ ২০১৯/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়