ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ময়মনসিংহের ১১ আসনেই নৌকা জয়ী

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ৩০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহের ১১ আসনেই নৌকা জয়ী

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনেই বিপুল ভোটে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং অফিস থেকে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন-

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে জুয়েল আরেং (আ’লীগ-নৌকা) ২ লাখ ৫৮ হাজার ৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আফজাল এইচ খান (বিএনপি-ধানের শীষ) ২৮ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে শরীফ আহমেদ (আ’লীগ-নৌকা) ২ লাখ ৯১ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম মো. শাহ শহীদ সারোয়ার (বিএনপি-ধানের শীষ) ৬২ হাজার ২৩৩ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নাজিম উদ্দিন আহামেদ (আ’লীগ-নৌকা) ১ লাখ ৫৯ হাজার ৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম এম ইকবাল হোসেইন (বিএনপি-ধানের শীষ) ২৪ হাজার ৯৩১ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে রওশন এরশাদ (মহাজোট-লাঙ্গল) ২ লাখ ৪৪  হাজার ৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি-ধানের শীষ) ১ লাখ ৩০ হাজার ৭৫৩ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে কে এম খালিদ (আ’লীগ-নৌকা) ২ লাখ ৩২ হাজার ৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি-ধানের শীষ) ২২ হাজার ২০৩ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে মো. মোসলেম উদ্দিন (আ’লীগ-নৌকা) ২ লাখ ৪০ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম শামছউদ্দিন আহমদ (বিএনপি-ধানের শীষ) ৩২ হাজার ৩৩২ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে মো. হাফেজ রুহুল আমিন মাদানী (আ’লীগ-নৌকা) ২ লাখ ৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম ডা. মাহবুবুর রহমান (বিএনপি-ধানের শীষ) ৩৭ হাজার ১৪৮ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ফখরুল ইমাম (মহাজোট-লাঙ্গল) ১ লাখ ৫৬ হাজার ৭৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম এ এইচ এম খালেকুজ্জামান (গণফোরাম-ধানের শীষ) ৩৪ হাজার ৬৩ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আনোয়ারুল আবেদিন খান তুহিন (আ’লীগ-নৌকা) ২ লাখ ২৭ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম খুররম খান চৌধুরী (বিএনপি-ধানের শীষ) ২০ হাজার ৮৫৮ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ফাহমী গোলন্দাজ বাবেল (আ’লীগ-নৌকা) ২ লাখ ৮১ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম সৈয়দ মাহবুব মোরশেদ (এলডিপি-ধানের শীষ) ৩ হাজার ১৭৫ ভোট পেয়েছেন।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে কাজিম উদ্দিন আহামেদ ধনু (আ’লীগ-নৌকা) ২ লাখ ২২ হাজার ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম ফকরুদ্দিন আহমেদ (বিএনপি-ধানের শীষ) ২৬ হাজার ৮৯৬ ভোট পেয়েছেন।

 

 

 

রাইজিংবিডি/ময়মনসিংহ/৩০ ডিসেম্বর ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়