ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

শওকত জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

জামালপুর সংবাদদাতা : অস্বাভাবিকভাবে গ্যাসের চাপ কমে যওয়ায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

দৈনিক এক হাজার সাড়ে ৭০০ মেট্রিক টন উৎপাদনক্ষম এই কারখানা সোমবার রাত ৯টার দিকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা জানিয়েছেন, গত ১৫ দিন যাবত গ্যাসের চাপ কম থাকায় ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে। সোমবার রাত ৯টার পর থেকে হঠাৎ গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় কারখানার প্রকৌশলীরা উৎপাদন বন্ধ করে দেন।

তবে গ্যাসের চাপ স্বাভাবিক হলে ফের উৎপাদন শুরু হবে। কবে নাগাদ গ্যাস চাপ স্বাভাবিক হবে তা নিশ্চিত বলতে পারেননি ওই কর্মকর্তা।



রাইজিংবিডি/জামালপুর/১৪ ফেব্রুয়ারি ২০১৭/শওকত জামান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়