ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যশোরে নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলার অভিযোগ বিএনপির

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলার অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক, যশোর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও যশোরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের গায়েবি মামলা, গ্রেপ্তার, হুমকি-ধামকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন যশোর জেলা বিএনপির নেতারা।

আজ সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, যশোরের সদর উপজেলা, শার্শা, কেশবপুর, মণিরামপুরসহ বিভিন্ন উপজেলায় পুলিশের কারণে বিএনপি নেতা-কর্মীরা বাড়িতে থাকতে পারছেন না। শার্শায় গত ১ ডিসেম্বর বিএনপির ৪২ নেতা-কর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। টাকা দিলে পেন্ডিং মামলা, টাকা না দিলে অস্ত্র মামলা দেওয়া হচ্ছে।

নেতারা বলেন, এর আগে নির্বাচনে বিএনপির যেসব নেতাকর্মী পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছেন, তালিকা ধরে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ হুমকি দিচ্ছে। কোনো মামলা না থাকা সত্ত্বেও এ সব নেতাকর্মীরা বাড়িতে, এমনকি এলাকায় থাকতে পারছেন না।

সুনির্দিষ্টভাবে এ সব অভিযোগ আজ সকালে নেতারা যশোরের পুলিশ সুপার মইনুল হককে জানিয়েছেন। সংবাদ সম্মেলনের পর নেতারা একই অভিযোগ জেলা প্রশাসকের কাছেও জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক যশোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, পুলিশ সুপার তাদের অভিযোগগুলো শুনেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।



রাইজিংবিডি/যশোর/৩ ডিসেম্বর ২০১৮/বিএম ফারুক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়