ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যশোরে প্রসূতি মৃত্যু: তিন সদস্যের তদন্ত কমিটি

বি এম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে প্রসূতি মৃত্যু: তিন সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিনা চিকিৎসায় গর্ভজাত সন্তানসহ প্রসূতি জুঁই (২৫) মৃত্যুর ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

যশোর মেডিক্যাল কলেজের  সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এন কে আলমকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটির অপর দুই সদস্য হলেন যশোর মেডিক্যাল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক মণিকা রাণী মোহন্ত ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান।

 

বিষয়টি নিশ্চিত করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শ্যামল কৃষ্ণ সাহা বলেন, রোববার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রসঙ্গত, রোববার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে প্যানেল পরিচিত সভা উপলক্ষে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আড়াই ঘণ্টা রোগীদের সব ধরনের সেবা বন্ধ ছিল। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে কোনো চিকিৎসক দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ পাওয়া যায়। বিনা চিকিৎসায় গর্ভজাত সন্তানসহ জুঁই নামের এক প্রসূতির মৃত্যু হয়ে।

 

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষ ওই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

 

 

রাইজিংবিডি/যশোর/১২ ডিসেম্বর ২০১৬/বি এম ফারুক/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়