ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যশোরে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ৬ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে বিধ্বস্ত কে-৮ ডব্লিউ বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পর ষষ্ঠ দিনে শুক্রবার ঘটনাস্থল থেকে ব্ল্যাকবক্সটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। এর আগে বিধ্বস্ত বিমানের ৮০ শতাংশ উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যশোরের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু জানান, রোববার রাত ৯টার পর যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ে বিধ্বস্ত বিমান উদ্ধারে ষষ্ঠ দিনের অভিযান শুরু করা হয় শুক্রবার সকাল ৯টায়। সেনা, বিমান, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ টিম অভিযান পরিচালনা করে। সকাল সাড়ে ১০টার দিকে বুকভরা বাওড়ের ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্সটি উদ্ধার করতে সক্ষম হন। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত বিধ্বস্ত বিমানটির ৮০ ভাগ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, যশোর বিমানবন্দর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে আরিচপুর গ্রামের বুকভরা বাওড়ে রোববার রাত সোয়া ৯টার দিকে কে-৮ ডব্লিউ বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানের দুই পাইলট নিহত হন।



রাইজিংবিডি/যশোর/৬ জুলাই ২০১৮/বিএম ফারুক/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়