ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যশোরে মনোনয়নপত্র জমা দিলেন ৪৭ জন

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে মনোনয়নপত্র জমা দিলেন ৪৭ জন

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরা হলেন যশোর-১ (শার্শা) শেখ আফিল উদ্দীন (আওয়ামীলীগ), মফিকুল হাসান তৃপ্তি (বিএনপি), আবুল হাসান জহির (বিএনপি), মাওলানা আজিজুর রহমান (স্বতন্ত্র/জামায়াত)।

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে মেজর জেনারেল (অব.) নাসির উদ্দীন (আওয়ামী লীগ), মাওলানা শহিদুল ইসলাম ইনসাফি (ইসলামীঐক্য জোট), মনিরুল ইসলাম মনির (স্বতন্ত্র), মুহাদ্দীস আবু সাঈদ (স্বতন্ত্র/জামায়াত), ইসহাক (বিএনপি), সাবিরা নাজমুল মুন্নি (বিএনপি), এনামুল হক (ন্যাপ)।

যশোর-৩ (সদর) আসনে কাজী নাবিল আহমেদ (আওয়ামীলীগ), অনিন্দ্য ইসলাম অমিত (বিএনপি), সৈয়দ সাবেরুল হক সাবু (বিএনপি), বিপ্লব আজাদ (জেএসডি), জাহাঙ্গীর হোসেন (জাপা), প্রশান্ত বিশ্বাস (বিএনএফ), রবিউল আলম (জাসদ, ইনু), শাহীন চাকলাদার (স্বতন্ত্র/আওয়ামী লীগ), মারুফ হাসান কাজল (বিকল্পধারা)।

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে রণজিত কুমার রায় (আওয়ামীলীগ), জহিরুল ইসলাম (জাপা), ইকবাল কবির জাহিদ (ওয়ার্কার্স পার্টি), আব্দুস সালাম (জেএসডি, রব), লে. কমান্ডার (অব) সাব্বির আহমেদ (জাপা), নাজিম উদ্দীন আল আজাদ (বিএলডিপি), ইঞ্জিনিয়ার টিএস আয়উব (বিএনপি), তানিয়া রহমান (বিএনপি), ফরায়েজী মতিয়ার রহমান (বিএনপি), সুকৃতি মন্ডল (ঐক্য ফ্রন্ট), যশোর-৫ (মণিরামপুর) স্বপন ভট্টাচার্য (আওয়ামী লীগ), নিজাম উদ্দীন অমিত (জাগপা), মুফতি ওয়াক্কাস (জমিয়তে ওলামায়ে ইসলাম), গাজী এনামুল হক (স্বতন্ত্র/জামায়াত), শহীদ ইকবাল (বিএনপি), কামরুল হাসান বারী (স্বতন্ত্র/আওয়ামীলীগ)।

যশোর-৬ (কেশবপুর) ইসমাত আরা সাদেক (আওয়ামী লীগ), মাওলানা ইউসুফ আলী বিশ্বাস (ইসলামী আন্দোলন), আবুল হোসেন আজাদ (বিএনপি), অমেলেন্দু দাস অপু (বিএনপি), আব্দুস সামাদ বিশ্বাস (বিএনপি), শেখ শাহিদুজ্জামান (জাকের পাটি), নুরুল ইসলাম খোকন (স্বতন্ত্র), প্রশান্ত বিশ্বাস (বিএনএফ), অধ্যাপক মোক্তার আলী (জামায়াত), শাহীন চাকলাদার (স্বতন্ত্র/আওয়ামী লীগ), মাহাবুব আলম বাচ্চু (জাপা)।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।



রাইজিংবিডি/যশোর/২৮ নভেম্বর ২০১৮/বিএম ফারুক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়