ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

যশোরের সীমান্ত থেকে আটটি ভারতীয় এয়ারগান জব্দ

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ২১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরের সীমান্ত থেকে আটটি ভারতীয় এয়ারগান জব্দ

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা সীমান্ত থেকে আটটি ভারতীয় এয়ারগান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর সদস্যরা। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

আজ রোববার সকালে উপজেলার দৌলৎপুর স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে এয়ারগানগুলো জব্দ করা হয়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে আন্দুলিয়া কোম্পানি সদরের নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে দৌলতপুর স্কুলপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টহল দল দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণপার্শ্ব থেকে পরিত্যক্ত অবস্থায় পাটখড়ি দিয়ে মোড়ানো আটটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র চৌগাছা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।




রাইজিংবিডি/যশোর/২১ অক্টোবর ২০১৮/বিএম ফারুক/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়