ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘যার চলে যায়, সেই বোঝে হায়, বিচ্ছেদের কি যন্ত্রণা’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ১৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘যার চলে যায়, সেই বোঝে হায়, বিচ্ছেদের কি যন্ত্রণা’

নিজস্ব প্রতিবেদক : ১৮ বছরের কম বয়সি ছেলে-মেয়েদের স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। শিশু-কিশোরদের প্রতি অভিভাবকদের সার্বক্ষণিক নজর রাখা উচিত বলেও মনে করেন আদালত।

আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেম বন্ধে রিটের শুনানিতে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

শুনানির শুরুতেই রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব বলেন, ডেথ গেম ব্লু হোয়েল বন্ধের নির্দেশনা চেয়ে রিট নিয়ে এসেছি। সম্প্রতি হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা এই গেমের শিকার হয়েছে। তখন আদালত বলেন, হ্যাঁ, আমরা গণমাধ্যমে এই গেম সম্পর্কে জেনেছি।

এক পর্যায়ে স্বর্ণার বাবা আইনজীবী সুব্রত বর্ধণ ডায়াসের দিকে এগিয়ে আসলে আদালত বলেন, হলিক্রস তো ভালো স্কুল। আপনার সন্তান এসব খেলেছে তা দেখতে পাননি? খেয়াল করেননি? ভেরি স্যাড! ভেরি স্যাড! যে মেয়ে মারা গেছে সে তো আর ফিরে আসবে না।

এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যা নিয়ে রচিত গানের দুই লাইন বলেন, ‘যার চলে যায়, সেই বোঝে হায়, বিচ্ছেদের কি যন্ত্রণা।’

আদালত সুব্রত বর্ধণকে আসনে বসতে বলেন।

এরপর আইনজীবী হুমায়ন কবির পল্লব ব্লু হোয়েলের বিভিন্ন ভয়ঙ্কর দিক আদালতে তুলে ধরেন।

পরে আদালত ব্লু হোয়েল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে মোবাইল অপারেটর কোম্পানিকে রাত্রিকালীন বিশেষ অফার বন্ধেরও নির্দেশ দেওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৭/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়