ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যারা জিত‌তে পার‌বেন তারাই মহাজোটের প্রার্থী হবেন: রাঙ্গা

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যারা জিত‌তে পার‌বেন তারাই মহাজোটের প্রার্থী হবেন: রাঙ্গা

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক: জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, মহা‌জো‌টের প্রার্থী হি‌সে‌বে জাতীয় পার্টির জন‌প্রিয় প্রার্থী‌দের বে‌ছে নেওয়া হ‌চ্ছে। অংশগ্রহণমূলক নির্বাচ‌নে যারা জিত‌তে পার‌বেন তা‌দের‌কে চুড়ান্ত করা হ‌বে।

শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের তি‌নি একথা বলেন।

মসিউর রহমান রাঙ্গা ব‌লেন, ‘বিএনপি নির্বাচনে আছে, তাই একাদশ জাতীয় নির্বাচন খুব শক্ত নির্বাচন হবে। আর একারণেই যারা জয়ী হতে পারবে, তাদেরই মনোনয়ন দেওয়া হবে মহাজোটের প্রার্থী হিসেবে। মহাজোটভুক্ত দলগুলোর জনপ্রিয় প্রার্থীরাই অগ্রাধিকার পাবে, সেক্ষেত্রে কোন দলের প্রার্থী তা বিবেচনা করা হবে না।’

তি‌নি ব‌লেন, ‘জাতীয় পার্টি ৪৫ আসন পেতে প্র‌চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে। এ নি‌য়ে মহাজোটের অন্যান্য শরীক দলের সাথে আলোচনা চলছে। আশা কর‌ছি, দু’এক দিনের মধ্যেই মহাজোটে জাতীয় পার্টির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। দু’এক দিনের মধ্যেই জাতীয় পার্টির ইশতেহার ঘোষণা করা হবে।’

পার্টির চেয়ারম্যান এইচ এম এরশা‌দের শা‌রীরিক অবস্থ‌া তু‌লে ধ‌রে জাপা মহাস‌চিব বলেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি ভালো আছেন, সুস্থ্য আছেন।’

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মজিবুর রহমান সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভূইয়া এমপি, এস এম ইয়াসির, এম এ রাজ্জাক খান, মোহাম্মদ মোহিবুল্লাহ্, ফজলে এলাহী সোহাগ, মো. নেওয়াজ আলী ভূইয়া, আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

 

 

রাইজিং‌বি‌ডি/ঢাকা/৭ ডি‌সেম্বর ২০১৮/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়