ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রে সিরিয়াল কিলার গ্রেপ্তার

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে সিরিয়াল কিলার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মার্কিন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার প্যাট্রলের প্রাক্তন এই সদস্য ইতোমধ্যে চারজন পতিতাকে হত্যা করেছেন।

লারেডো শহরে জুয়ান ডেভিড অরটিজ নামের ওই সিরিয়াল কিলারর হাত থেকে পঞ্চম নারী পালিয়ে গিয়ে পুলিশে অভিযোগ করে। পরে তার খোঁজ শুরু করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীতে প্রায় এক দশক কাজ করা অরটিজ পঞ্চম নারীকে হত্যায় ব্যর্থ হওয়ার পর প্রাথমিকভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে হোটেলের পার্কিং এলাকায় তিনি গ্রেপ্তার হন।

ওয়েব কাউন্টির শেরিফ মারটিন কিউয়েলার জানিয়েছেন, পুলিশের ধারণা অরটিজ একাই ওই চার নারীকে হত্যায় অংশ নেন।

তিনি বলেন, ‘কাউন্টি ও শহরের লোকজন নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারে। কারণ আমরা সিরিয়াল কিলারকে হেফাজতে নিতে সমর্থ হয়েছি।’

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়