ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা মাদুরোর

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা মাদুরোর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোকে দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দেওয়া পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ ঘোষণা দিলেন মাদুরো।

বিবিসি জানিয়েছে, মার্কিন কূটনীতিকদের ভেনেজুয়েলা ত্যাগের জন্য ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন মাদুরো। তবে যুক্তরাষ্ট্র মাদুরোকে ‘প্রাক্তন প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে বলেছে তার এ ধরণের নির্দেশ দেওয়ার এখতিয়ার নেই।

বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ সমাবেশে বিরোধী নেতা গুইদো নিজেকে দেশের অস্থায়ী নেতা হিসেবে ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রকে গুইদোকে সমর্থন দিয়ে সেনাবাহিনীকে তার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিল। তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী সাফ জানিয়েছে তারা মাদুরোর প্রতি অনুগত থাকবে।

হুগো শ্যাভেজের উত্তরসূরি মাদুরো ২০১৩ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। চলতি মাসে দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নিয়েছেন। তবে গত বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে বয়কট করেছিল বিরোধীরা।  গত কয়েক বছরে জ্বালানি তেলের মূল্য কমে যাওয়ায় ভেনেজুয়েলার অর্থনীতিতে ধস নেমেছে। দেশটিতে মুদ্রাস্থিতি, বিদ্যুৎ সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে মাদুরো সরকারকে।

গুইদোকে যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানিয়েছে মাদুরো বলেছেন, ‘আমাদের ওপর যথেষ্ঠ হস্তক্ষেপ হয়েছে,আমাদের  এখন মর্যাদা আছে।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়