ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিনকে পদত্যাগ করছেন

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৪, ১৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিনকে পদত্যাগ করছেন

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শেষে পদত্যাগ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিনকে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার এক টুইটার বার্তায় ট্রাম্প রায়ান জিনকেকে তার সেবার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দায়িত্ব পালনকালে জিনকের বেশ কিছু অর্জন রয়েছে।’

ট্রাম্প জানান, আগামী সপ্তাহে রায়ান জিনকের স্থলে অন্য কাউকে নিয়োগ দেবেন তিনি।

পলিটিকো নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জিনকে নেভি সিলের প্রাক্তন কর্মকর্তা ও মনটানার প্রাক্তন কংগ্রেসম্যান ছিলেন। তার বিরুদ্ধে নৈতিক স্খলনের বেশ কিছু অভিযোগ উঠেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মনটানায় একটি ভূমি চুক্তি ও তেলসেবা দানকারী প্রতিষ্ঠান হ্যালিবার্টনের চেয়ারম্যান সংক্রান্ত।।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়