ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুদ্ধাপরাধ : গোলাপের অগ্রগতি প্রতিবেদন ২২ আগস্ট

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ২০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুদ্ধাপরাধ : গোলাপের অগ্রগতি প্রতিবেদন ২২ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হবিগঞ্জ আওয়ামী লীগের প্রাক্তন নেতা আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

একইসঙ্গে আবুল খায়ের গোলাপকে আগামী ১২ জুলাই সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

এর আগে গত ১১ এপ্রিল আবুল খায়ের গোলাপকে গ্রেপ্তার করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত আবুল খায়ের গোলাপ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের বাসিন্দা এবং প্রাক্তন গজনাইপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান ছিলেন।

২০১৬ সালের ১৩ মার্চ ধানমন্ডির আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে নবীগঞ্জ উপজেলার আতানগীরি গ্রামের রইছ উল্লার স্ত্রী সুকুরি বিবি এক অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রাক্তন চেয়ারম্যান গোলাপ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন আল বদর, আল-সামস ও রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন। গোলাপের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের সময় দিনারপুর হাই স্কুলে ক্যাম্প স্থাপন করে বিভিন্ন স্থান থেকে যুবতি মেয়েদের ধরে এনে ধর্ষণসহ পাশবিক অত্যাচার নির্যাতন করা হতো।


 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়