ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ১৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী শহরের ব্যায়ামাগার এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে।

আহত জুয়েল ইসলাম মিঠুন (২৭), আতিকুর রহমান রিফাত (২৫) ও তানভীর ইসলামকে (২৪) স্থানীয় হেলথ কেয়ার ক্লিনিকে এবং মো. নাসিরউদ্দিনকে (৩২) জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই যুবলীগ ও ছাত্রলীগের কর্মী।

এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। সহিংসতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত জুয়েল ইসলাম মিঠুন বলেন, ‘আমরা কয়েকজন ব্যায়ামাগার এলাকায় দাঁড়িয়েছিলাম। এ সময় নাসিরের নেতৃত্বে মঈন, কালাম, সজিবসহ ১০-১২ জন ধারালো অস্ত্র নিয়ে মোটরসাইকেলে এসে হামলা চালায়। এতে আমরা ৪/৫ জন আহত হই। এর আগে গত রোববার রাতেও এরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।’

এ ব্যাপারে জেলা যুবলীগের আহ্বায়ক আরিফুজ্জামান রনি বলেন, ‘এটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনাকে দলীয় গ্রুপিং হিসেবে দেখার সুযোগ নেই। আমরা এ ঘটনাকে বড় করে দেখছি না।’   

সদর থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ১৩ আগস্ট রাজনৈতিক প্রতিহিংসার জেরে পটুয়াখালী উত্তপ্ত হয়ে ওঠে। কয়েক দফা সংঘর্ষ হয়। এর জের ধরে এ সংঘর্ষ হয়েছে।



রাইজিংবিডি/পটুয়াখালী/১৭ আগস্ট ২০১৭/বিলাস দাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়