ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যে শিশুরা রাসেল হবে

সালেম সুলেরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে শিশুরা রাসেল হবে

সালেম সুলেরী

স-দিয়ে হয় সবুজ এবং স-য়ে স্বাধীনতা,
বাংলাদেশের ইতিহাসে অনেক বিষণ্নতা।
ব-দিয়ে হয় বাংলা এবং দ-দিয়ে ঠিক দেশ,
দ-য়ে ব-য়ে মিলিয়ে হয় হিংসুটে বিদ্বেষ।

র-দিয়ে হয় রাসেল এবং র-দিয়ে ঠিক রাত,
র-দিয়ে হায় রক্ত এবং তুমুল রক্তপাত।
ম-দিয়ে হয় মহা-মুজিব, ম-এ আছেন মা,
আগস্ট মাসের পনেরোতে শিউরে ওঠে গা।

গা ছমছম হত্যা খেলা, পরদেশিদের চর-
শোকসাগরে ভাসিয়ে দিলো বাংলা মায়ের ঘর
রক্ত দিলেন মহা-মুজিব, সপরিবার খুন,
গর্ভে ভরা বাঙালিদের মুখে কালি চুন।

যে দিয়েছে স্বাধীনতা, যে বোঝালো দেশ,
তারই সাথে নফরমানী, হিংসা ও বিদ্বেষ!

জ-দিয়ে হয় জাতির জনক, শ-দিয়ে হয় শেখ,
সরে অ-তে অরুণিমা, অ-তে অভিষেক।
অ-দিয়ে হয় অক্টোবরও, জন্মদিনের মাস,
আঠারোতে শেখ রাসেলের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস।
কী বারতা জন্মদিনের, বেলুন কেকের দিন,
বঙ্গরাজের সঙ্গশিশু, উৎসবে উড্ডীন।
হাসলে রাসেল বাংলা হাসে, টোল পড়া গোল-গাল
শৈশবে আর কৈশোরে ভর, জীবনটা উত্তাল।

ইশকুলে যায়, পড়ায় লেখায় ধাপের পরে ধাপ,
রাসেল ছিলো খুব সাধারণ, মেধাবী নিষ্পাপ।
স্বপ্ন ছিলো মানুষ হবার, দীপ্ত দ্যুতিময়,
কণ্ঠ ছিলো মন-ভেজানো, দারুণ শ্রুতিময়।

রাসেল ছিলো সম্ভাবনা, দেশের ভবিষ্যৎ,
দেশ-বিরোধী ঘাতকেরা তাই হেনেছে ক্ষত।

ব-দিয়ে সেই বঙ্গ এবং ব-দিয়ে বিশ্বাস,
ন-দিয়ে হায় নির্মমতা, নির্মমে নিঃশ্বাস।

কী অপরাধ ঐ শিশুটির, স্বপ্নচারী বালক,
রাসেল মানেই বাংলা শিশুর মুগ্ধ হাসি, আলোক,
সেই হাসিটা অন্ধকারে, জ্বলবে আবার তাই,
বলবে হেসে দেশ-বিদেশে লক্ষ রাসেল চাই।

রাসেল মানে আর ভীতি নয়, এবার প্রতিবাদ,
সংগঠনে সংগঠিত, মিডিয়া সংবাদ-
দেশের পাশে বিদেশ বুকে মুষ্টিধরা হাত,
আর পাবে না উদার সুযোগ আনতে কালো রাত।

এখন কেবল সূর্যসেনা, ঘুরছে অবিরাম,
সবার বুকে মুখে মুখে শেখ রাসেলের নাম।

 

সালেম সুলেরী : কবি ও সাংবাদিক, নিউইয়র্ক

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ অক্টোবর ২০১৬/সালেম সুলেরী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়