ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রংপুরে আ.লীগের প্রার্থীকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে আ.লীগের প্রার্থীকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের মিঠাপুকুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে গ্রেপ্তার দাবি এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়েছে।

মঙ্গলবার রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর বাসস্ট্যান্ডে বসে দুই ঘন্টারও বেশি সময় অবরোধ করে রাখে আনারস প্রতীকে (স্বতন্ত্র) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেসবাহুর রহমান মঞ্জুর বিক্ষুদ্ধ কর্মী-সমর্থকরা। এর ফলে, মহাসড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে অবর্ণনীয় দুর্ভোগের সৃষ্টি হয়।

বেলা আড়াইটার দিকে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মহাসড়কে বাসস্ট্যান্ডে বসে পড়েন। এসময় সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া। বক্তব্য রাখেন দলের সহ-সভাপতি অধ্যক্ষ তোজাম্মল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ্ আনোয়ার সাদাত লেমন, যুবলীগের আহ্বায়ক শাহ্ আসাদুজ্জামান সোহাগ, যুগ্ম আহ্বায়ক মোন্নাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মেসবাহুর রহমান মঞ্জু প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেনের লোকজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর-অগ্নিসংযোগ করছে। তারা ইউপি চেয়ারম্যানদের ওপরও হামলা চালিয়েছে। প্রচারণা চালাতে দিচ্ছে না, পোষ্টার ছিঁড়ে ফেলছে। এ কারণে এই উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, সোমবার রাতে ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক খোরশেদুল ইসলাম রানার ওষুধের দোকানে পেট্রোল দিয়ে আগুন দেয় জাকির হোসেন সরকারের সন্ত্রাসী বাহিনী। এতে প্রায় ২০ লাখ টাকার ওষুধ পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা নেয়নি।

অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। রংপুর জেলার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে ৪টায় অবরোধ তুলে নেওয়া হয়।

জাকির হোসেন সরকার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

উল্লেখ্য, আগামী ২৪ মার্চ তৃতীয় দফায় মিঠাপুকুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/রংপুর/১৯মার্চ ২০১৯/নজরুল মৃধা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়