ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রংপুরে খাদ্যদ্রব্যের ভেজাল কারখানার সন্ধান : গ্রেপ্তার ১

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ৩০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে খাদ্যদ্রব্যের ভেজাল কারখানার সন্ধান : গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে নামিদামি কোম্পানির খাদ্যদ্রব্যের ভেজাল কারখানার সন্ধান পাওয়া গেছে।

শনিবার দুপুরে নগরীর রেলস্টেশন সাজাপুর বাবুপাড়া এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে এই ভেজাল কারাখানার খোঁজ পান এবং ১০ লাখ টাকার ভেজাল ও নকল মালামাল উদ্ধার করেন। এ সময় কারখানার মালিক মফিজ উদ্দিনের ছেলে মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়া দীর্ঘদিন থেকে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে খাদ্যদ্রব্যে ভেজাল মিশিয়ে প্যাকেটজাত করে তা বাজারে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা কারাখানায় অভিযান চালান। এ সময় সেখান থেকে নকল রাজকুমার চানাচুর, জান্নাত আটা, আইসপপ ডিম, স্পেশাল জান্নাত ভিটামিন, ডাবর আমলা তেল, গৃহিণী মার্কা লবণ, থ্রি স্টার চাপাতাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেন। যার মূল্য ১০ লাখ টাকার ওপরে। এ সময় ভেজাল মেশানোর উপকরণ কাঠের গুঁড়া, আমের রসসহ বিভিন্ন কেমিক্যাল জব্দ করা হয়।

রংপুর র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানান, ধৃত আসামি দীর্ঘদিন থেকে ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাত করে মানুষের সাথে প্রতারণা করছিল। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে। আসামিকে কোতোয়ালিল থানায় হস্তান্তর করা হয়েছে।



রাইজিংবিডি/রংপুর/৩০ জুন ২০১৮/নজরুল মৃধা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়