ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিদ্যুৎ কার্যালয়ে আগুন না নাশকতা?

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যুৎ কার্যালয়ে আগুন না নাশকতা?

পুড়ে যাওয়া ট্রান্সফরমার রুম

নিজস্ব প্রতিবেদক রংপুর : রংপুরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর শাপলা চত্বরে বিদ্যুৎ অফিসের ট্রান্সফরমার রুম থেকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘কী কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। আগুনে ১৫-২০টি ট্রান্সফরমার পুড়ে গেছে।’

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা জানান, ট্রান্সফরমার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  নাশকতা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত  হয়েছে, তা নির্ণয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৭/নজরুল মৃধা/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়